পীরগঞ্জে ড্রাম ট্রাকের নীচে পিষ্ট হয়ে নিরাপত্তা কর্মী নিহত 147 0
পীরগঞ্জে ড্রাম ট্রাকের নীচে পিষ্ট হয়ে নিরাপত্তা কর্মী নিহত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জ উপজেলায় চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠানের বালু পরিবহনকারী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে প্রতিষ্ঠানটির এক নিরাপত্তা কর্মি নিহত হয়েছে । নিহত ব্যাক্তি অত্র উপজেলার কানঞ্চগাড়ী গ্রামের মৃত্যু সানাউল্লাহ মিয়ার পুত্র রুবেল মিয়া (২৮)।এ মৃত্যুর ঘটনা ঘটে শুক্রবার সকালে উপজেলার রংপুর –বগুড়া মহাসড়কের পীরগঞ্জ বাসষ্ট্যান্ডের অনিতিদুরে
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান সিএসসিইসি-৭ এর মাধ্যমে মহাসড়কটির ৪ লেন রাস্তা নির্মানের কাজ চলছে। প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা কর্মি হিসেবে কর্মরত ছিলেন রুবেল।আজ সকালে রাস্তাটিতে মটর সাইকেল সহ দায়িত্ব পালনরত অবস্থায় প্রতিষ্ঠানটিরই বালু পরিবহনের একটা ড্রাম ট্রাক উল্লেখিত স্থানে রুবেলকে চাপা দিলে ঘটনাস্থণেই রুবেল মারা য়ায় ।
বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ ওমর ফারুক জানান,এ ব্যাপরে মামলা হয়নি এবং মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হযেছে ।